শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘টাউকটে’ ভারতে তাণ্ডব চালাচ্ছে

 প্রকাশিত: ১৪:৪৫, ১৭ মে ২০২১

প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘টাউকটে’ ভারতে তাণ্ডব চালাচ্ছে

প্রবল শক্তি নিয়ে ভারতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। এরই মধ্যে গুজরাট উপকূলে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। মহারাষ্ট্রের পুণে এবং নাসিকে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার ভোরের মধ্যে গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি। বর্তমানে মুম্বাই উপকূলের ২০০ কিলোমিটার দূরে বয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হওয়ার কথা।

শক্তিশালী ‘টাউকটে’ নামটি মিয়ানমারের দেয়া। এর অর্থ হল অতি উচ্চ স্বরযুক্ত টিকটিকি।

চলতি বছরে ভারতে এটিই প্রথম ঘূর্ণিঝড়। এর তীব্রতা গত বছরের সুপার সাইক্লোন আমফানের মতো হবে কিনা তা জানা যায়নি। চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে কেরালাসহ ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কেরালায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, কেরালা, কর্ণাটক ও গোয়ার উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। জরুরি সহায়তার জন্য খোলা হয়েছে কয়েকশ' অস্থায়ী শিবির।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: