শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলমান লকডাউন ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

 প্রকাশিত: ১৯:৪৬, ৬ জুন ২০২১

চলমান লকডাউন ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে বিধি-নিষেধ আরোপের সময়সীমা ৬ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। এ সময়ের মধ্যে সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

এতে বলা হয়, খাবার দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রি করতে পারবে। একই সঙ্গে অর্ধেক আসন খালি রেখে সেবা দিতে পারবে।

আরো বলা হয়েছে, উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলোতে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন। আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচাল করতে পারবে। তবে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: