শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক গাড়ি বহরে বিদ্রোহী হামলা

 প্রকাশিত: ২২:০৩, ৯ জুলাই ২০২০

নাইজেরিয়ায় সামরিক গাড়ি বহরে বিদ্রোহী হামলা

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি সামরিক গাড়ি বহরে বিদ্রোহী হামলায় অন্তত ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে ইসলামি স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত বিদ্রোহীরা সম্প্রতি এই হামলা চালায়।

একটি সূত্র জানায়, মাইদুগুরি-দামবোয়া সড়কের বুলাবুলিন গ্রামে একটি সামরিক গাড়ি বহরের ওপর বিদ্রোহীরা আকস্মিক হামলা চালায়। হামলায় ২৩ জন সেনা মারা গেছেন, ২ জন আহত এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সেনাদের অনুসন্ধানে অভিযান চলছে।

নাইজরিয়ার সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। তবে সেনাদের পাল্টা হামলায় ১৭ বিদ্রোহী নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।

দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে গত ১০ বছরেরও বেশি সময় ধরে চলমান লড়াইয়ে ৩৬ হাজারেরও বেশি লোকের মৃতু হয়েছে এবং উদ্বাস্তু হয়েছে অন্তত ২০ লাখ লোক।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: