শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাছিনা ৫৩ হাজার গৃহহীনকে ঘর দেবেন আজ

 প্রকাশিত: ০৯:৩৮, ২০ জুন ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাছিনা ৫৩ হাজার গৃহহীনকে ঘর দেবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ দ্বিতীয় ধাপে এসব পরিবারকে বিনামূল্যে ২ শতক জমিসহ সেমি ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। স্বপ্নের স্থায়ী নীড় পাবেন আরও সাড়ে ৫৩ হাজার ভূমি ও গৃহহীন, ছিন্নমূল মানুষ। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার আজ বুঝে নেবেন তারা। একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দিলে সারাবিশ্বে অনন্য নজির ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ,‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছে সারা দেশের ভূমি ও গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবার। একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। মুজিববর্ষে অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়ে স্থায়ী ঠিকানা প্রদানের লক্ষ্য রয়েছে সরকারের।
সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন করবেন। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সারা দেশের ৪৫৯টি উপজেলা প্রান্ত ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত থাকবে। স্বামী ও স্ত্রীর যৌথ নামে করা রেজিস্ট্রি দলিল এসব অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: