বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রতিষেধক, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ ৮ বিলিয়ন ডলারের তহবিল গঠন

 প্রকাশিত: ১০:৫৩, ৫ মে ২০২০

প্রতিষেধক, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ  ৮ বিলিয়ন ডলারের তহবিল গঠন

করোনার টিকা ও চিকিৎসা পদ্ধতি আবিস্কার এবং অন্যান্য খরচ বাবদ ৮ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।
সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ব্যতীত অন্যান্য ৪০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা, বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এই সময় করোনা ভাইরাসের টিকা ও চিকিৎসা পদ্ধতি আবিস্কার এবং অন্যান্য বিষয়ে এই তহবিল গঠন করতে রাজি হয়েছেন বিশ্ব নেতারা।

এই তহবিলে ১ বিলিয়ন ডলার করে দেবে ইইউ ও নরওয়ে। বিল গেটসের স্ত্রী—বিল অ্যান্ড মেলিন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০ মিলিয়ন দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া ১ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছেন গায়িকা ম্যাডোনা।

৮০০ মিলিয়ন ডলার দেবে জাপান। ৫০০ মিলিয়ন ডলার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, সৌদি আরব ও জার্মানি। যুক্তরাজ্য দেবে ৪৮৩ মিলিয়ন। এছাড়া সুইজারল্যান্ড ৩৮১ মিলিয়ন, নেদারল্যান্ডস ২৯০.৫ মিলিয়ন, অস্ট্রেলিয়া ২২৬ মিলিয়ন, ইতালি ১৫২.৭ মিলিয়ন, দক্ষিণ কোরিয়া ৫০ মিলিয়ন ও কুয়েত ৪০ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দক্ষিণ আফ্রিকা ১.৩ মিলিয়ন এবং আফ্রিকা ইউনিয়নের সদস্য দেশগুলো ৬১ মিলিয়ন, ইসরায়েল ৬০ মিলিয়ন, আয়ারল্যান্ড ২০ মিলিয়ন, লুক্সেমবার্গ ৫.৪৫ মিলিয়ন, সুইডেন ১৭ মিলিয়ন, পর্তুগাল ১০.৯ মিলিয়ন, ফিনল্যান্ড ৩৯.৩ মিলিয়ন, স্লোভেনিয়া ৩৩.৬ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, এই ৮ বিলিয়ন ডলারের মধ্য থেকে টিকা আবিস্কার, উন্নয়ন ও গবষণায় খরচ হবে ৪.৪ বিলিয়ন। এছাড়া ২ বিলিয়ন টিকার বাইরে ও ১.৬ বিলিয়ন নানান পরীক্ষা-নিরীক্ষার পেছনে খরচ হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লেয়েন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: