শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সেতুমন্ত্রী

 প্রকাশিত: ১৬:১৪, ৬ সেপ্টেম্বর ২০২১

প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

সচিবালয়ে নিজ দফতরে সোমবার সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নবান্ধব নীতি ও কৌশলের কারণে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত হয়েছে। বর্তমানে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ ডলার দাঁড়িয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ক্রমাগত রাজস্ব আয় বৃদ্ধি, ঈর্ষনীয় প্রবাসী আয়, রফতানি আয়, কর্মসংস্থান, দরিদ্র ও অতিদারিদ্র হ্রাস, দেশ-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ প্রতিটি সূচকে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা সামস্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথকে মসৃণ করেছে। বৈশ্বিক প্রতিযোগিতা সূচক এবং মানব উন্নয়ন সূচকেও বাংলাদেশ দিন দিন উন্নতি করছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: