শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

অর্থনীতি

পুলিশের সামনে মুখে বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীকে হত্যা

 প্রকাশিত: ১০:২৩, ২৫ মার্চ ২০২১

পুলিশের সামনে মুখে বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীকে হত্যা

‘ধৈর্যের সীমারেখা অতিক্রম করলে টর্নেডো হবার আশঙ্কা খুব বেশি, সাধু সাবধান’—আগের রাতে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পরদিন সকালে পুলিশের সামনেই রড-সিমেন্ট ব্যবসায়ী আব্দুর রশিদকে (৩৯) গুলি করে হত্যা করেন আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান (৪৮)। এমনকি হত্যার দৃশ্য হান্নানের ফেসবুক আইডি থেকে লাইভ করেন তারই মেয়ে। গতকাল রাজধানীর দক্ষিণখানে এমন একটি হত্যাকাণ্ড ঘটেছে।

 

 

 

ঘটনার সময় গোরস্থানের পাশে রঙের কাজ করছিলেন দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকার মোক্তার বাড়ির ভাড়াটিয়া মো. রুবেল। তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিল। জাপানি হান্নান ও নিহত আব্দুর রশিদের মধ্যে বালু চুরি নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে গেটের বাইরে এসেই হান্নান তার হাতে থাকা শটগান রশিদের মুখে ঠেকিয়ে গুলি করেন। এতে রশিদ ঘটনাস্থলেই মারা যান। পরে বাড়ির ভেতরে চলে যান হান্নান। এ সময় হান্নানের ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন তার মেয়ে। ঘটনার সময় পাশেই পুলিশ ছিল। তিনি আরো জানান, নিজের লোকজনকে মারধরের খবর পেয়ে রশিদ ও তার লোকজন এসেছিলেন। এসেই তিনি খুন হলেন।

রাজধানীর দক্ষিণখান থানার আইনুসবাগের পানির পাম্প সড়কে হান্নানের বাড়ি ‘জাপানি কটেজ’ ভবনের সামনে গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে ঐ ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। দক্ষিণখানের আশকোনা এলাকার ডিলার বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে নিহত রশিদ। দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকায় তার রড-সিমেন্টের দোকান রয়েছে। গুলির পর পরই কয়েক জন ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রশিদকে মৃত ঘোষণা করেন। নিহতের কপালের ডানপাশে গুলির চিহ্ন রয়েছে।

 

 

 

এ ঘটনায় জাপানি হান্নানসহ সাত জনকে আটক করেছে পুলিশ। অন্যরা হলেন, হান্নানের ছেলে ইকরামুল ইসলাম জয় (২৬), ভাই শফিকুল ইসলাম ইমরান (৪১), চাচা তো ভাই আল আমিন প্রবীণ (৩৫), জুয়েল ইসলাম রিপন (৪১) ও খোরশেদ আলম (৫০)। পুলিশ হান্নানের বাড়ি থেকে ঘটনায় ব্যবহূত শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আটক হান্নানের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার হাইমচর এলাকায়। তিনি জাপানি কটেজে স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করত।

 

 

 

জাপানি হান্নান নিজেকে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেন। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, হান্নান আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নন, তিনি স্বঘোষিত নেতা। সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপ নির্বাচনে ৪৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে অংশ নেন তিনি।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: