বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পুলিশ নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন রাবি উপাচার্য

 প্রকাশিত: ১৯:২৯, ৬ মে ২০২১

পুলিশ নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অবৈধ নিয়োগ বাণিজ্য’কে কেন্দ্র করে চলমান সংঘর্ষের মধ্যেই পুলিশি নিরাপত্তায় উপাচার্যের বাসভবন ত্যাগ করলেন এম আব্দুস সোবহান। বৃহস্পতিবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসভবন ত্যাগ করেন তিনি।

এর আগে, উপাচার্য এম আব্দুস সোবহান ১২৫ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন এমন গুঞ্জন উঠলে এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকে উপাচার্য ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও চাকরি প্রত্যাশীরা অবস্থান নেয়। 

বেলা সাড়ে ১১টার দিকে মহানগর ছাত্রলীগের একদল নেতাকর্মী উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়। বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: