মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

 প্রকাশিত: ২০:১৫, ২৭ জুন ২০২১

প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

হোয়াইট হাউজ ছাড়ার পর এই প্রথমবারের মতো প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় ফিরে আবার তিনি গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার ক্ষোভ প্রকাশ করলেন। নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে সমর্থকদের বললেন, আগামী বছর রিপাবলিকান পার্টিকে কংগ্রেসে সংখ্যাধিক্য অর্জনে কাজ করতে।

শনিবার ওহাইও অঙ্গরাজ্যে সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প। এদিন সমাবেশে ট্রাম্প উপস্থিত হন মূলত ম্যাক্স মিলারকে সমর্থন করতে। হোয়াইট হাউজে মিলার ছিলেন ট্রাম্পের সহকর্মী। মিলার মূলত কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্থনি গঞ্জালেজের আসনকে চ্যালেঞ্জ করছেন।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে যে ১০ জন রিপাবলিকান প্রতিনিধি সদস্য ভোট দিয়েছিলেন তার মধ্যে গঞ্জালেজ একজন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন।

ওহাইওতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আবার প্রতিনিধি পরিষদে সংখ্যাধিক্য অর্জন করব, আবার সিনেটে সংখ্যাধিক্য অর্জন করব, আবার আমেরিকা শাসনের দায়িত্বভার নেব। আর এটা খুব দ্রুতই হবে।

রিপাবলিকান দলের যে ১০ জন প্রতিনিধি সদস্য ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে ৯ জন ইতোমধ্যে প্রাথমিক চ্যালেঞ্জ পেয়েছেন। যারা এই চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের সবাইকে ট্রাম্প সমর্থন করবেন বলে ঘোষণা দিয়েছেন। বাকি একজনকে যিনি চ্যালেঞ্জ করবেন তাকেও ট্রাম্প সমর্থন করবেন বলে জানিয়েছেন।

ম্যাক্স মিলারের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি মিলারকে অবিশ্বাস্য দেশ প্রেমিক ও মহান ব্যক্তি বলে উল্লেখ করেছেন। প্রায় ৯০ মিনিট সময় ধরে দেয়া ভাষণের বেশিরভাগ সময় ধরে ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কথা বলেন ট্রাম্প। তার দাবি, তিনি এই নির্বাচনে জিতেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ তারা পাননি।

ট্রাম্প বলেন, এটি শতাব্দীর সেরা কলঙ্ক। এটি শতাব্দীর সেরা অপরাধ। ২০২০ সালের এই নির্বাচনে কারচুপি হয়েছিল। আমরা এই নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিলাম।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: