শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

পি কে হালদারকে দেশে ফেরামাত্র গ্রেফতারের নির্দেশ

 প্রকাশিত: ২৩:৪৩, ২১ অক্টোবর ২০২০

পি কে হালদারকে দেশে ফেরামাত্র গ্রেফতারের নির্দেশ

প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে দেশে ফেরামাত্র তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) অর্থ পাচারের ঘটনায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদারকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে দেশে ফেরামাত্র তাকে গ্রেফতার করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) এবং ইমিগ্রেশন পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কারাগারে থাকাবস্থায় তিনি যেনো অর্থ পরিশোধের সুযোগ পান, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আইএলএফএসএলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: