মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

করোনায় ব্রিটেনে ১০ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়েছে

 প্রকাশিত: ১৫:৪৭, ১৫ জুলাই ২০২০

করোনায় ব্রিটেনে ১০ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়েছে

করোনাভাইরাসের কারণে মানুষের অভ্যাসে কম-বেশি পরিবর্তন এনেছে। এই ভাইরাসের তাণ্ডব থেকে বাঁচতে বিশ্বের অধিকাংশ মানুষই ঘরবন্দি ছিল; এমনকি এখনো আছে আনেকেই। এই সময়ের মধ্যে শুধু ব্রিটেনেই ১০ লাখের বেশি মানুষ সিগারেট ছেড়ে দিয়েছে। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 

গত ১৫ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ১০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে এই ফলাফল পায় সংস্থাটি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বিগত চার মাসে যারা ধূমপান ছেড়েছে তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে এটি ছাড়ার কথা জানিয়েছেন।

ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরো ৪ লাখ মানুষ ধূমপান পরিত্যাগ করেছে বলে ওই জরিপে আভাস পাওয়া গেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন আরেক জরিপের ফলাফল জানায়, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এই বছরই সবচেয়ে বেশি মানুষ ধুমপান ছেড়েছে। কারণ ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে করোনাকালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: