শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ২২:১০, ২১ অক্টোবর ২০২০

পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র

পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ রাখার বিষয়ে ২০২১ সালের নতুন চুক্তির বিষয়ে সময়সীমা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রস্তুত বলে জানা গেছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ার সঙ্গে অবিলম্বে বৈঠক করতে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র যদি এমনটি করে তবে রাশিয়াও অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। দুই দেশেরই সম্মতি থাকায় পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত চালু থাকবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখার বিষয়ে একটি চুক্তি আছে। নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট) নামের এই চুক্তির মেয়াদ ২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। গত বছর মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র সীমিত রাখা নিয়ে সমঝোতা করেনি দুই দেশ। তাই নিউ স্টার্টই হলো দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার ক্ষেত্রে একমাত্র চুক্তি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অবিলম্বে রাশিয়ার সঙ্গে এই চুক্তির নবায়ণ করার বিষয়ে আলোচনায় বসতে চায়। রাশিয়া যেন ঠিক করে কে বা কারা তাদের হয়ে কথা বলবেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আমরা আশা করি রাশিয়া তাদের পক্ষের কূটনীতিকদের নাম জানিয়ে দেবে। এদিকে, রাশিয়াও একই কথা জানিয়েছে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিলো যে, এই প্রয়াসে চীনকেও যুক্ত করা হোক। কিন্তু তাদের এই উদ্যোগে চীনের বিশেষ সাড়া পাওয়া যায়নি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: