বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

পাকিস্তানের রাইবেন্ডে তাবলীগের ইজতেমা ‍শুরু

 প্রকাশিত: ১৪:৫২, ৬ নভেম্বর ২০২০

পাকিস্তানের রাইবেন্ডে তাবলীগের ইজতেমা ‍শুরু

পাকিস্তানের লাহোরের রাইবেন্ড শহরে তাবলীগ জামাতের তৃতীয় বৃহত্তম মারকায (কেন্দ্র) আয়োজিত ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে।

ইতোমধ্যে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।  ৫ নভেম্বর বাদ আসর থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম আরম্ভ হয়েছে । এবং ৮ নভেম্বর রবিবার দোআর মাধ্যমে ইজতেমা সমাপ্ত হবে।

এবারের ইজতেমায় ভারত থেকে তাবলীগের আলমী শূরার বিশিষ্ট পাঁচজন মুরুব্বি অংশগ্রহণ করবেন। তারা হলেন, মাওলানা ইবরাহীম দেওলা, মাওলানা আহমদ লাট, হাজী ফারুক বেঙ্গুলুর, মাওলানা ইসমাঈল গোধরা এবং মাওলানা আবদুর রহমান মুব্বাই। আর বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন কাকরাইল মারকাযের মাওলানা জুবায়ের এবং মাওলানা রবিউল হক।

সংশ্লিষ্টদের ধারণা, এবারের রাইবেন্ড ইজতেমায় ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন।

খবরে জানা গেছে, সরকারিভাবে ইজতেমায় অংশগ্রহণকারীদেরকে এবার বিশেষভাবে করোনা মহামারি সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণের দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এবার রাইবেন্ড ইজতেমায় ১৮ বছরের কম বয়সী এবং ৫০ বছরের অধিক বয়স্ক লোকজন অংশগ্রহণ করতে পারবেন না। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য স্যানেটাইজার এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: