শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত রাশিয়া

 প্রকাশিত: ২১:০৫, ১২ এপ্রিল ২০২১

পাকিস্তানের যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রায় নয় বছর পর পাকিস্তান সফরে গেছেন। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একটি বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। বার্তাটি হলো - পাকিস্তানের যেখানে যা দরকার, তা-ই দিতে প্রস্তুত রাশিয়া।

গত সপ্তাহের ওই সফরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আমি আমার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি, যা পাকিস্তানকে বলছে, আমরা যেকোনও সহযোগিতার জন্য প্রস্তুত। পাকিস্তানের যা যা দরকার তার জন্য প্রস্তুত রাশিয়া।’

যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতার জন্য ‘বিশেষ সামরিক যন্ত্রপাতি’ সরবরাহে প্রস্তুত রাশিয়া। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: