শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে সামাজিক মাধ্যমে রাসূল অবমাননা: তিনজনের ফাঁসির আদেশ

 প্রকাশিত: ১৪:২৮, ৯ জানুয়ারি ২০২১

পাকিস্তানে সামাজিক মাধ্যমে রাসূল অবমাননা: তিনজনের ফাঁসির আদেশ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সামাজিক মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ধৃষ্ঠতাপূর্ণ কন্টেন্ট প্রচার সংক্রান্ত মামলায় তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী একটি আদালত।

আদালত অবমাননার দায়ে অপর একজন আসামিকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রায় ঘোষণা করে সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান বলেছেন, তিন আসামি আবদুল ওয়াহেদ, রানা নোমান রাফাকাত ও নাসির আহমেদের বিরুদ্ধে রাসূল অবমাননার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।

আদালত আসামীদের মৃত্যুদণ্ড এবং তাদের প্রত্যেককে ১ লাখ রুপি জরিমানা করেছে। আর ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত অধ্যাপক আনোয়ার আহমেদকে ১০ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ রুপি জরিমানা করেছে। মামলায় অন্য চার পলাতক আসামির জামিন-অযোগ্য স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: