শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

পর্যটন

পর্যটকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে ভারত

 প্রকাশিত: ১৭:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২১

পর্যটকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে ভারত

চলমান করোনা ভাইরাসের প্রভাবে প্রায় দেড় বছর বন্ধ রাখার পর পর্যটকদের জন্য ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে ভারত। বৈশ্বিক মহামারী মোকাবেলায় অন্যান্য দেশের মতো ভিনদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। সম্প্রতি সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শিগগিরই বিদেশিদের জন্য সীমান্ত খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন ও বিমান পরিবহন খাতকে পুনরায় উজ্জীবিত করার প্রয়াসে প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা প্রদানের কথাও জানিয়েছেন দেশটির সরকারি সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। দ্য হিন্দু অনুসারে, ৩১ মার্চ, ২০২২ -এর আগে প্রথম ৫ লাখ পর্যটক বিনামূল্যে প্রবেশ করতে পারবে। আগামী সপ্তাহের মধ্যে পুনরায় খোলার পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ ঘোষণা আশা করা হচ্ছে। ভারতের ভ্যাকসিনেশন পাসপোর্টের জন্য আরও স্বীকৃতি পাওয়ার আশায় বর্তমানে বিভিন্ন পর্যটন অংশীদারদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চলছে, যাতে উভয় দিকের ভ্রমণকে সহজতর করা যায়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: