বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে রেলওয়ে স্লাব বসানোর কাজ সম্পন্ন

 প্রকাশিত: ০৮:১৮, ২১ জুন ২০২১

পদ্মা সেতুতে রেলওয়ে স্লাব বসানোর কাজ সম্পন্ন

ধাপে ধাপে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। ইতোমধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর পিলারে ২টি রেলওয়ে স্লাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে আরেকটি মাইলফলক যুক্ত হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর নীচ তলায় ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে সব’কটি স্লাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে সময় লেগেছে ৩৬ মান ২৬ দিন। এখন পদ্মা সেতুর নীচ তলা দিয়ে পায়ে হেঁটে প্রমত্তা পদ্মার এপার থেকে ওপারে যাওয়ার সুযোগ তৈরি হলো। সেতুর উভয় প্রান্তে ভায়াডাক্টে রেল স্লিপার ও রেল লাইন বসানোর কাজ শুরু করা হয়েছে।

সোমবার সকালে এ সব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: