শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে সংসদ ভবন ঘেরাও

 প্রকাশিত: ১০:০৩, ৬ মার্চ ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে সংসদ ভবন ঘেরাও

বর্তমান সরকার দেশকে একটি ‘ব্যর্থ, অকার্যকর ও মাফিয়া রাষ্ট্রে’ পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। এই জায়গা থেকে বাংলাদেশকে ‘রক্ষায়’ সব রাজনৈতিক দলকে এক ব্যানারে আসার আহ্বান জানিয়ে নুরুল বলেছেন, ‘আর ভিন্ন ভিন্ন ব্যানারে নয়, একই ব্যানারে আসুন, বাংলাদেশকে রক্ষা করুন।

দেশকে রক্ষার জন্য সবাইকে এক হতে হবে। বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে প্রয়োজনে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো বাঁশের লাঠি তৈরি করতে হবে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। ‘শ্রমিকনেতা রুহুল আমিনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সবার নিঃশর্ত মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে’ শ্রমিক অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে নুরুল হক বলেন, ‘বর্তমান সরকার মাফিয়াদের সরকার, জনগণের সরকার নয়। দেশের প্রশাসন যন্ত্র অমানবিক হয়ে উঠেছে। জাতিসংঘসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী ১৩টি রাষ্ট্র, বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই বর্তমান বিনা ভোটের সরকারের নির্যাতন-নিপীড়ন নিয়ে সরব হয়েছে। এখন জনগণকে জাগতে হবে। রাজপথে জনতার ঢল নামলেই প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে। সেই জাগানোর দায়িত্ব রাজনৈতিক সংগঠন ও কর্মীদের। আজকে একটাই সংকট, সেটা হলো দেশে গণতন্ত্র নেই। বিনা ভোটের সরকার দেশকে ইরাক, সিরিয়া ও মিয়ানমার বানাতে চায়। এই ফ্যাসিবাদী সরকারের হাতে আমরা জিম্মি থাকব না। এর বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। এখন থেকে আমাদের স্লোগান একটাই, “বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো; স্বৈরাচার হটাও, বাংলাদেশ বাঁচাও”৷

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: