বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো পেরু

 প্রকাশিত: ২০:১০, ২৯ আগস্ট ২০২০

করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো পেরু

করোনাভাইরাসের কারণে জারি করা জাতীয় জরুরি অবস্থার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে পেরু। এছাড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় লকডাউন দীর্ঘায়িত করেছে দেশটি।

সরকারি আদেশে বলা হয়েছে, জুলাই মাসে পেরুর বেশ কয়েকটি জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজধানী লিমা ও ক্যালাওতে কোভিড -১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে।

ওই আদেশে আরো বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পেরুর কাসকো, মোকুয়েগুয়া, পুনো এবং টেকনা বিভাগে লকডাউন বহাল রাখার ঘোষণা দেয়া হয়েছে। গত ১ জুলাই থেকে রাজধানী লিমাসহ দেশের অবশিষ্ট অংশ থেকে বিভিন্ন বিধিনিষেধ তুলতে শুরু করে দেশটি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: