শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারের রাস্তায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি, বন্ধ ইন্টারনেট

 প্রকাশিত: ১০:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারের রাস্তায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি, বন্ধ ইন্টারনেট

মিয়ানমারের বেশ কয়েকটি শহরের রাস্তায় সাঁজোয়া গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের বিরোধীতা করে জনগণ রাস্তায় নেমে এলে তাদের প্রতিহত করতেই এভাবে সাঁজোয়া গাড়িগুলো ঘুরে বেড়াচ্ছে

 ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গতকাল রবিবার রাত ১টা থেকে সে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে মিয়ানমারের কাচিন রাজ্যে গতকাল একটি বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়েছে সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের পর টানা নবম দিনে চলা বিক্ষোভে গুলির ঘটনাটি ঘটে।

জানা গেছে, গতকাল রবিবার মিয়ানমারজুড়ে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। কাচিনের রাজধানী মিতকিনায় বিক্ষোভকারীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষের সময় গুলির শব্দ শুনেছে সাধারণ মানুষ। তবে সেটা গুলি নাকি রাবার বুলেট, তা নিশ্চিত হওয়া যায়নি।

মিয়ানমারের টেলিকম অপারেটররা জানিয়েছে, তাদেরকে রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: