শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে চলমান আন্দোলনে ২৫ কৃষকের মৃত্যু

 প্রকাশিত: ১১:২২, ২০ ডিসেম্বর ২০২০

ভারতে চলমান আন্দোলনে ২৫ কৃষকের মৃত্যু

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে টানা তিন সপ্তাহ ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভের অংশ হিসেবে রাজধানী নয়াদিল্লির সীমান্ত এলাকায় অবস্থান ধর্মঘট পালন করছেন সাধারণ কৃষকেরা। দীর্ঘ দিনের এই অবস্থানে তীব্র ঠাণ্ডাসহ নানা কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে উদ্ভুত এ পরিস্থিতিতে সুর নরম করে বিক্ষোভরত কৃষকদের আবারো আলোচনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস করে ভারত সরকার। ২৬ নভেম্বর আইন বাতিল দাবিতে আন্দোলনে নামেন লাখ লাখ কৃষক।

ভারতীয় সাধারণ কৃষকদের অভিযোগ, নতুন আইনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং বড় ব্যবসায়ীরা লাভবান হবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আল জাজিরাকে উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্য পুলিশের মহাপরিচলক মানোজ ইয়াদভ বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫ কৃষকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ২৫ জন মারা গেছেন। দু’দিন আগে একজন আত্মহত্যা করেন। ১৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি অধিকাংশই ঠাণ্ডা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, পাঞ্জাব এবং দিল্লি থেকে বিক্ষোভে অংশ নিতে আসার সময় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এদিকে কৃষক আন্দোলনের নেতা দর্শন পাল দাবি করেছেন যে, চলমান কৃষি আন্দোলনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, কালো কৃষি আইনের প্রতিবাদ করে জীবন দিয়েছেন তারা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: