শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলেদের জালে ধরা পড়ল ৪৭ কেজি ওজনের বৃহদাকৃতির বাঘাইড়!

 প্রকাশিত: ২১:২৫, ২০ জুন ২০২১

জেলেদের জালে ধরা পড়ল ৪৭ কেজি ওজনের বৃহদাকৃতির বাঘাইড়!

পাবনার বেড়া উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জেলের জালে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে বাঘাইড় মাছটি পাশের জেলা রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে নিয়ে ৫৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার (২০ জুন) সকালে পাবনার বেড়া উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

কালিদাস হালদার মাছটি পাওয়ার পরে সকালে মাছটি বিক্রির উদ্দেশ্য নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশে অবস্থিত দেলোয়ার হোসেনের মাছের আড়তে নিয়ে যায়। সেখানে খোলামেলা দরদামের মাধ্যমে সর্বোচ্চ দাম দিয়ে মৎস্য ব্যবসায়ী নূরু শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ১২৫ টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় করে। 
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: