শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

নির্বাচন পেছানোর পরামর্শ নাকচ করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা

 প্রকাশিত: ২০:৫২, ৩ আগস্ট ২০২০

নির্বাচন পেছানোর পরামর্শ নাকচ করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা

আগামী নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর পরামর্শ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেটিকে নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাম্পের উপদেষ্টা জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডোস বলেন, মেইলের মাধ্যমে ভোট প্রদানে উদ্বেগ দেখা দেয়ায় নির্বাচন পেছানোর কথা বলেছিলেন ট্রাম্প।
তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৩ নভেম্বরেই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি আমরা। আসন্ন এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পই জয়ী হতে যাচ্ছেন।

এদিকে প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা শিবিরের উপদেষ্টা জ্যাসন মিলারও একই কথা বলেছেন। তিনি বলেন, আগামী ৩ নভেম্বরেই নির্বাচন হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও চান ৩ নভেম্বর নির্বাচন হোক।

দীর্ঘদিন ধরেই মেইলে ভোটদানের বিরুদ্ধে কথা বলে আসছেন তিনি। এভাবে নির্বাচনে জালিয়াতি হতে পারে বলে দাবি ট্রাম্পের। তবে তার এই যুক্তির পক্ষে তেমন শক্ত কোনো প্রমাণ নেই।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: