বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

নিরাপদ খাদ্য মজুদ নেমেছে অর্ধেকে

 প্রকাশিত: ১১:০২, ১ এপ্রিল ২০২১

নিরাপদ খাদ্য মজুদ নেমেছে অর্ধেকে

দেশে নিরাপদ খাদ্য মজুদ অর্ধেকে নেমে গেছে। নিরাপদ খাদ্য মজুদ হিসেবে চাল ও গম মিলিয়ে মজুদ থাকার কথা ১০ লাখ মেট্রিক টন। সেখানে বর্তমানে খাদ্য মজুদ রয়েছে ৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন।

এ পরিস্থিতিতে দেশে দ্রæত খাদ্য মজুদ গড়ে তোলার জন্য হন্যে হয়ে উঠেছে সরকারের খাদ্য মন্ত্রণালয়। দফা দফায় ভারত, মিয়ানমার, রাশিয়া ও আর্জেন্টিনা থেকে চাল ও গম আমদানির চেষ্টা করা হচ্ছে। এর আগে এই সব দেশ থেকে চাল ও গম কেনার অনুমোদন দেয়া হয়েছে। এখন নতুন করে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন চাওয়া হয়েছে।

খাদ্য অধিদফতরের হিসাব মতে, গত ২৪ মার্চ দেশে খাদ্যশস্য মজুদের পরিমাণ ছিল ৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন। এর মধ্যে চালের পরিমাণ ৪ লাখ ৫২ হাজার মেট্রিক টন গমের পরিমাণ ৭৬ হাজার মেট্রিক টন।

 

সংস্থাটি গত ফেব্রæয়ারির এক পরিসংখ্যানে উল্লেখ করেছে, চলতি অর্থবছর (২০২০-২১) শেষে অর্থাৎ আগামী জুন শেষে খাদ্যের নিরাপত্তা মজুদ হিসেবে প্রায় ৮ লাখ মেট্রিক টন চাল এবং দুই লাখ মেট্রিক টন গম থাকা আবশ্যক। সে হিসাব ধরে অর্থবছরের অবশিষ্ট সময়ের জন্য আরো ১১ লাখ ৬ হাজার ৮৫৮ মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৪২ হাজার ৬৭১ টন গম প্রয়োজন পড়বে।

জানা গেছে, বিপুল পরিমাণ এ চাহিদার বিপরীতে সা¤প্রতিক সময়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক বৈঠকে ভারত ও মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ও আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫ লাখ মেট্রিক টন চাল ও দেড় লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এরপরও এখনো প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল এবং ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন গম আমদানি করা প্রয়োজন হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: