শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

খেলা

নামাজ-ধর্ম নিয়ে অভিযোগ, পদত্যাগ করলেন ওয়াসিম

 প্রকাশিত: ১৯:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২১

নামাজ-ধর্ম নিয়ে অভিযোগ, পদত্যাগ করলেন ওয়াসিম

সম্প্রতি ভারতীয় ক্রিকেট কোচ ওয়াসিম জাফরের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ক্রিকেটের আগে নিজের ধর্ম ইসলামকে প্রাধান্য দেন। এছাড়া অনুশীলনের সময় নষ্ট করে নামাজ পড়েন। এসবের জেরে কোচের দায়িত্বই ছেড়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ভারতের হয়ে ৩১ টেস্ট ও দুইটি ওয়ানডে খেলেছেন জাফর। তিনি বাংলাদেশেও পরিচিত মুখ। একটা সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। এমনকি বেশ কয়েকবার ওয়াসিম জাফরকে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবনাও উঠেছিল।

এমন একজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ইসলামপ্রীতি এবং নামাজ নিয়ে অভিযোগ ওঠার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখছেন না। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে-মনোজ তিওয়ারিরা।

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ কুম্বলে এক টুইটে লিখেছেন, ‘আমি তোমার পাশে আছি জাফর। তুমি ঠিক করেছো। ক্রিকেটাররা তোমার অভাব অনুভব করবে।’

জাফরের পক্ষে টুইট করেছেন একটা সময় ভারতের জাতীয় দলে খেলা বাঙালি ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তিনি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে দেখার জন্য উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। আমাদের কাছে সবসময় উদাহরণ হয়ে থাকবে জাফর।’

অবশ্য ওয়াসিম জাফর নিজে উত্তরাখন্ড কোচের দায়িত্ব ছাড়ার সময় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেননি। ‘একান্ত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদ থেকে অব্যহতি নিয়েছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: