বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মাটি খুঁড়ে মুক্তিযুদ্ধের সময়কার গুলি উদ্ধার

 প্রকাশিত: ১৫:২৮, ১৪ জুন ২০২১

নাটোরে মাটি খুঁড়ে মুক্তিযুদ্ধের সময়কার গুলি উদ্ধার

নাটোরের বালিয়াডাঙ্গা গ্রামের এক কৃষকের জমি থেকে উদ্ধার হয়েছে ৩৭৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি। ফসল আবাদের জন্য জমি প্রস্তত করার সময় মাটির নিচে গুলিসমূহ পায় ওই কৃষক।
 
সোমবার (১৪ জুন) সকালে খবর পেয়ে মাটির নিচে পাওয়া গুলিসমূহ উদ্ধার করে থানায় নিয়ে যায় সদর থানার পুলিশ।

স্থানীয়দের ধারণা, মাটির নিচে পাওয়া গুলিগুলো ৭১-এ মুক্তিযুদ্ধের সময়কার।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানি সেচের জন্য জমির মাটি কাটার সময় গুলিসমূহ পাওয়া যায়। উদ্ধার হওয়া ওইসব গুলি থ্রি নট থ্রি রাইফেলের। বহুদিনের পুরাতন হওয়ায় গুলিগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: