বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলায় আটজন নিহত

 প্রকাশিত: ১১:০১, ১০ আগস্ট ২০২০

নাইজারে বন্দুকধারীদের হামলায় আটজন নিহত

পশ্চিম আফিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ছয় ফরাসি সহায়তাকর্মীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রবিবার দেশটির রাজধানী নিমাই থেকে ৬৫ কিলোমিটার দূরের শহর কৌরের কাছে একটি উন্মুক্ত জিরাফের অভয়ারণ্যে আকস্মিক এই হামলা হয়। 

পশ্চিম আফ্রিকান দেশটির কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে বাকি দুজন স্থানীয় গাইড ও ড্রাইভার। তিল্লাবেরি অঞ্চলের গভর্নর জানিয়েছে, হঠাৎ করে তারা হামলা চালায় এবং হত্যা করে। শুরুতে কর্মকর্তারা ফরাসি নাগরিকদের পর্যটক বলে জানায়। তবে নাইজারের প্রতিরক্ষামন্ত্রী পরে নিশ্চিত করেন, ওই ছয়জন একটি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থার হয়ে কাজ করেন। অ্যাক্টেড নামের এক এনজিও তাদের ছয় কর্মী নিহতের খবর নিশ্চিত করেছে।

নাইজারের পরিবেশ সংক্রান্ত একটি সংগঠনের ঘনিষ্ঠ সূত্র বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সকাল সাড়ে ১১টার দিকে। ঘটনাস্থলে কার্তুজের একটি খালি ম্যাগাজিনও পাওয়া গেছে। হঠাৎ করে জঙ্গল থেকে মোটরসাইকেলে চড়ে বেরিয়ে আসে বন্দুকধারীরা, তারা পর্যটকদের অপেক্ষায় ছিল।

ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা আল কায়েদা ও আইএসআইএল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। সম্প্রতি পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আঞ্চলিক ও বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা বেড়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: