বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড় ধসে প্রাণহানি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে প্রশাসন

 প্রকাশিত: ২১:৩২, ৮ জুন ২০২১

পাহাড় ধসে প্রাণহানি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে প্রশাসন

পাহাড় ধসে প্রাণহানি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার। এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে নগরীর বাটালি হিল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, পরিদর্শনের মূল কারণ হলো- কীভাবে পাহাড় ধসে প্রাণহানি প্রতিরোধে স্থায়ী সমাধান দেয়া যায়, কীভাবে পরিবেশ বাঁচানো যায় এবং কীভাবে পাহাড় রক্ষা করা যায়। এসব বিষয়ে সব স্টেইকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। বারবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে একটি প্রস্তাবনা দেয়া হবে।

তিনি আরো বলেন, অনেকগুলো পাহাড় নিয়ে আইনি জটিলতা রয়েছে। যেহেতু সেগুলো বিচারধীন তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। 

এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ১৭টি। আর এসব পাহাড়ে মৃত্যুঝুঁকি জেনেও বসবাস করছে প্রায় ৮শ’ পরিবার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: