শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান

 প্রকাশিত: ১৭:৫৫, ৯ আগস্ট ২০২০

নতুন চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের মধ্যেই নতুন চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান। রুটগুলো হলো- টরেন্টো, টোকিও, গুয়াংজু ও চেন্নাই। টরন্টো ছাড়া বাকি তিনটি রুটে এরইমধ্যে ফ্লাইট চালুর প্রস্তুতিও শেষ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি বলেছেন, কমার্শিয়াল অপারেশন শুরু হলেই এই ৪টি রুট আমরা শুরু করবো।

এভিয়েশন খাত বিশ্লেষক বলেন, অনেক বিদেশি এয়ারলাইন্স এখান থেকে অপারেট করছে। তাই ভাড়া নির্ধারণ ও ট্রানজিট যাত্রীদের জন্য সুবিধা না থাকলে আমরা যাত্রী পাব না। বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে চুক্তি করতে পারলে ভাল সুবিধা পাওয়া যাবে বলেও পরামর্শ দেন তিনি।

চলতি বছর একাধিক নতুন রুটে যাত্রার উদ্যোগ থাকলেও  করোনায় তা পিছিয়ে পড়েছে। বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা না তোলায় ১৭টি রুটের মধ্যে বর্তমানে মাত্র চারটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ পরিস্থিতিতে ২০১৮-১৯ অর্থ বছরের চেয়ে ২০১৯-২০ অর্থ বছরে সাত লাখ যাত্রী কম হয়েছে বিমানের।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: