বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে ৭৮৪ জনের বয়স্কভাতা বাতিল

 প্রকাশিত: ১০:১২, ২৫ জানুয়ারি ২০২১

ধুনটে ৭৮৪ জনের বয়স্কভাতা বাতিল

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জন্ম তারিখ পরিবর্তনের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় ৭৮৪ জনের বয়স্কভাতা বাতিল করা হয়েছে। এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) কার্যক্রমে বয়সের অসংগতি ধরা পড়ায় তাদের ভাতা বাতিল করা হয়। দীর্ঘ দিন ধরে তারা বয়স্কভাতা পেলেও এখন বাদ পড়ার খবরে হতাশ হয়ে পড়েছেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সরকারি ভাবে ১৯৯৭-৯৮ অর্থ বছর থেকে বয়স্ক লোকদের জন্য এই বয়স্কভাতা চালু করা হয়েছে। বয়স্ক ভাতার ক্ষেত্রে পুরুষদের জন্য নির্ধারিত বয়স ৬৫ এবং নারীদের জন্য ৬২ বছর। সর্বশেষ তথ্য অনুযায়ী এ উজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ১০ হাজার ২৯৮ জন।

চলতি বছর সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) কার্যক্রম পরিচালনা শুরু করেছে উপজেলা সমাজসেবা অফিস। ২০১৮-১৯ অর্থ বছরে ৭২টি উপজেলায় প্রথম এবং ২০১৯-২০ অর্থ বছর থেকে সারা দেশে একযোগে এ কার্যক্রম চালু হয়েছে। এ কাজে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সমাজকর্মীরা।

ইউনিয়ন পরিষদে কর্মরত উদ্যোক্তরা জানান, অনলাইনে সমাজসেবার সফটওয়্যার এর মাধ্যমে ভাতাভোগীর বই নম্বর, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনুসন্ধান করলে সব তথ্য বের হয়ে আসে। যদি কোনো ভাতাভোগীর বয়স ৬৫ বা ৬২ এর কম হয় তবে সফটওয়্যার তা ইনভেলিড লেখা দেখায়। এভাবে এমআইএস কার্যক্রমে বয়সের অনুপযোগী সনাক্ত হওয়ায় ৭৮৪ জনের ভাতা বাতিল করা হয়েছে।

ডিজিটাল নিয়মে ডাটাবেজ করতে গিয়ে মূল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সাথে মিলছে না ভাতাভোগীদের জন্ম তারিখ। এসব ভাতাভোগীদের বয়সের সবচেয়ে বেশি অসংগতি উপজেলার গোপালনগর ইউনিয়নে ১২০জন এবং সবচেয়ে কম পৌরসভায় ২৬ জন। অন্যান্য ইউনিয়নের মধ্যে ধুনট সদর ৭০জন, চৌকিবাড়ি ৬১জন, এলাঙ্গী ৬৫জন, নিমগাছি ৬২জন, গোসাইবাড়ি ১০১জন, কালেরপাড়া ৪৩জন ও মথুরাপুর ৯২জন।

বাতিলকৃত ভাতাভোগীদের সাথে কথা বলে জানা যায়, বয়স্কভাতার জন্য তারা জনপ্রতিনিধিদের নিকট ৫-৬ হাজার করে টাকা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা দিয়েছিলেন। জনপ্রতিনিধিরা অর্থের লোভে এনআইডি জালিয়াতির মাধ্যমে জন্ম  তারিখ পরিবর্তন করে বয়স বাড়িয়ে বয়স্কভাতা করে দিয়েছেন। কিন্ত এখন সেই কার্ড গুলো বালিত করা হয়েছে।

ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন অনলাইনে ভাতার তথ্য পূরণ করতে হয়। এ ক্ষেত্রে নির্ধারিত বয়সের কম উল্লেখ করলে অনলাইন সেটা গ্রহণ করবে না। বয়োজ্যেষ্ঠ না হয়েও বয়স্ক ভাতাভোগী  ৭৮৪ জনের ভাতা কার্যক্রম বাতিল করা হয়েছে। এদের জায়গায় নীতিমালা অনুযায়ী অন্যদের প্রতিস্থাপন করা হবে। এমআইএস পদ্ধতির কারণে এ ধরনের কাজ আর হওয়ার কোন সুযোগ নেই।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: