শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইইউ

 প্রকাশিত: ২১:১৯, ১২ মে ২০২১

দ্বিতীয়বারের মতো অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইইউ

করোনাভাইরাসের টিকা সরবরাহে দেরি করার অভিযোগে যুক্তরাজ্য ও সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার বেলজিয়ামের আদালতে দ্বিতীয়বারের মতো মামলা করে ইইউ। 

ইইউর আইনজীবী রাফায়েল জাফেরালি বলেন, চুক্তির শর্তানুযায়ী গত ডিসেম্বর থেকে জুন শেষ হওয়ার আগে ইইউকে টিকার ৩০ কোটি ডোজ সরবরাহের কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত পাঁচ কোটি ডোজ সরবরাহ করতে পেরেছে। 

তিনি আরো বলেন, আদালত যেন অ্যাস্ট্রাজেনেকাকে জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ টিকা সরবরাহের আদেশ দেন।

অন্যদিকে এই মামলার বিষয়ে অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী হাকিম বৌলারবাহ বলেন, ‘দ্বিতীয় মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। কারণ, এরই মধ্যে এ-বিষয়ে একটি মামলা চলমান রয়েছে।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: