বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দেশে এসেই দুঃসংবাদ শুনল নিউজিল্যান্ড

 প্রকাশিত: ১০:৩০, ২৫ আগস্ট ২০২১

দেশে এসেই দুঃসংবাদ শুনল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছে টিম হোটেলে কোয়ারেন্টিনে আছেন কিউইরা। তিন দিন কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবেন তারা। তবে পৌঁছেই এক দুঃসংবাদ শুনতে হয়েছে সফরকারীদের। ইংল্যান্ড থেকে দ্য হান্ড্রেড খেলে আগেই বাংলাদেশে আসা তাদের দুই ক্রিকেটারের একজন করোনাভাইরাসে আক্রান্ত!
গত মাসেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসেছিল চার্টার্ড ফ্লাইটে। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশনের পর বিমানবন্দরের টারমার্ক থেকেই বাসে উঠেছিলেন তারা। তবে নিউজিল্যান্ড দল এসেছে বাণিজ্যিক ফ্লাইটেই। তাদের ইমিগ্রেশনও তাই হয়েছে সাধারণ নিয়মেই। তাদের দুই ক্রিকেটার অবশ্য এখানে ছিলেন আগে আগেই। ইংল্যান্ডে দ্য হানড্রেড খেলে গত শুক্রবার ঢাকায় আসেন ওপেনার ফিন অ্যালেন ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন তারা। আসার পর করোনাভাইরাস পরীক্ষা করা হলে ভাইরাস শনাক্ত হয় অ্যালেনের। যদিও ইংল্যান্ড থেকে রওনা হওয়ার আগে সব পরীক্ষা-নিরীক্ষা সেরেই এসেছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান। এমনকি করোনাভাইরাসের টিকার ডোজও সম্পন্ন করেছেন অ্যালেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: