শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

দুই-তিন দিনের মধ্যেই সূর্যের দেখা পাবে রাজধানীবাসী

 প্রকাশিত: ১৫:০৭, ১২ ডিসেম্বর ২০২০

দুই-তিন দিনের মধ্যেই সূর্যের দেখা পাবে রাজধানীবাসী

টানা কয়েকদিন সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী। বুধবার সূর্যের এক ঝিলিকের পর থেকে আজও দেখা যায়নি সূর্যকে। তবে দুই থেকে তিন দিনের মধ্যেই রাজধানীবাসী সূর্যের দেখা পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিতফতর আরো জানায়, বেশ কয়েকদিন ধরে শীতের দাপট বাড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে কনকনে ঠাণ্ডর সঙ্গে হিমেল হাওয়া বইছে। 

অধিদফতরের তথ্যানুযায়ী, কুড়িগ্রামে তাপমাত্রার পারদ ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ঘন কুয়াশায় প্রকৃতিও ঢাকা  পড়েছে। সীমান্তঘেষা পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ আশপাশের জেলাগুলোতেও শীতের তীব্রতা বাড়ছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। 

হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা।

এদিকে আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে যে, ১৫ ডিসেম্বরের পর মৃদু শৈতপ্রবাহ আসতে পারে। এ সময় তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: