শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দীর্ঘ ৩ বছর পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ২২:০১, ১৫ অক্টোবর ২০২১

দীর্ঘ ৩ বছর পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর আবারও এ সংস্থায় যোগ দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রকে জেনেভাভিত্তিক এ কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় পর কাউন্সিলে ফিরল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তখন ট্রাম্প প্রশাসন মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী ধারাবাহিক পক্ষপাতের অভিযোগ আনে। একই সঙ্গে সংস্থাটির সংস্কারের অভাব রয়েছে বলেও অভিযোগ তোলে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: