শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

অর্থনীতি

দীর্ঘ ১৬ মাস পর আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক

 প্রকাশিত: ০৯:৫৬, ১১ আগস্ট ২০২১

দীর্ঘ ১৬ মাস পর আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক

আজ(১১ আগস্ট) থেকে লকডাউন শিথিল করা হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। অর্থাৎ আজ থেকে স্বাভাবিক লেনদেনের সময়সূচিতে ফিরছে ব্যাংক। কর্মীদের পালাক্রমে দায়িত্বপালনও উঠে গেছে। খোলা থাকছে সব শাখা ও অফিস।

 ১৬ মাস পর স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংকিং কার্যক্রম। এর আগে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন চললেও গতবছরের ২৯ মার্চ থেকে সীমিত আকারে খোলা রাখা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রতিদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, বুধবার থেকে তার কোনওটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: