বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দাপুটে জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৪৮, ২০ জানুয়ারি ২০২১

দাপুটে জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ

দশ মাসের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরাটা দাপুটে জয় দিয়ে রাঙিয়েছে টাইগাররা। ক্যারিবীয়দের দেয়া ১২৩ রানের লক্ষ্য মাত্র চার উইকেট হারিয়েই পূরণ করে তামিম ইকবালের দল।

সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তামিম ইকবাল। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

উদ্বোধনী জুটিতে তামিম ও লিটন যোগ করেন ৪৭ রান। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ করেন লিটন। তিনে নামা শান্ত ১ রানের বেশি করতে পারেননি। দুজনকেই আউট করেন আকিল হোসেন। ফিফটির সম্ভাবনা জাগালেও ৪৪ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে আউট হন তামিম। এছাড়া সাকিব করেন ১৯ রান।

মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন মুশফিকুর রহিম। দুজনের ২০ রানের জুটিতে ৯৭ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মুশফিক ১৯ ও রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন

এর আগে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: