শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় টানা ৪ দিনের বৃষ্টিতে ভূমিধসের সৃষ্টি

 প্রকাশিত: ১৮:১৭, ৪ আগস্ট ২০২০

দক্ষিণ কোরিয়ায় টানা ৪ দিনের বৃষ্টিতে ভূমিধসের সৃষ্টি

টানা ৪ দিনের বৃষ্টিতে ভূমিধসের সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে।

রাজধানী সিওল এবং তার আশেপাশের প্রদেশগুলো থেকে এক হাজারেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। আগামী দিনগুলোতে আবহাওয়া আরো তীব্র হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জিওংগি প্রদেশের এক পাহাড়ের পাশে একটি অস্থায়ী কাজের জায়গায় ভূমিধসে প্রান হারিয়েছেন ৬ জন। সেখানে অস্থায়ী বাসস্থান গড়ে তুলেছিলেন তারা। 

চলতি মাসের ১ তারিখ থেকে দেশটির রাজধানী সিউলসহ মধ্যাঞ্চলীয় অন্যান্য মেট্র্র্র্রোপলিটন অঞ্চলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে ভারী বর্ষণ শুরু হয়। ৪ দিনব্যাপী বর্ষণ অব্যাহত রয়েছে অঞ্চল গুলোতে। এতে ফসল ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলের রাস্তাঘাট, রেলপথ, সেতু এবং জলাধারগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৫ হাজার ৭৫১ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: