শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ায় সেনা মোতায়েনের ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্রের

 প্রকাশিত: ১৫:০১, ২৬ জুন ২০২০

দক্ষিণ এশিয়ায় সেনা মোতায়েনের ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্রের

পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকাসহ এশিয়ার কয়েকটি দেশে চীনের আগ্রাসনের দাবি তুলে তা ঠেকাতে সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। তিনি বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের মতো এশীয় দেশগুলোর ওপর চীনের আগ্রাসনের মনোভাব যথেষ্ট উদ্বেগের। এর কারণেই ইউরোপ থেকে মার্কিন সেনার সংখ্যা কমানো হচ্ছে।

জার্মানির দিকে মার্কিন সেনা সংখ্যা কমানোর প্রশ্নের জবাবে পম্পেও বলেন, বর্তমানে প্রয়োজন অনুযায়ী এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে।

মাইক পম্পেও আরো বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয়, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সও চীনের হুমকির মুখে রয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের তত্পরতা নিয়েও আমেরিকা ক্ষুব্ধ।  বর্তমান সময়ের চ্যালেঞ্জ ঠেকাতে মার্কিন সেনাকে জার্মানি থেকে সরিয়ে আনা হচ্ছে। আমরা চীনের পিপল'স লিবারেশন আর্মি-কে (পিএলএ) ঠেকাতে যথাযথভাবে মার্কিন সেনা নিয়োগ করব। আমরা মনে করি, এটা আমাদের সময়ের চ্যালেঞ্জ।
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: