বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রিপুরার খোয়াই জেলায় বাড়ছে মৌ চাষ

 প্রকাশিত: ১০:৩৫, ১৫ জানুয়ারি ২০২১

ত্রিপুরার খোয়াই জেলায় বাড়ছে মৌ চাষ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের বর্তমান কমিটি রাজ্যের মানুষের আর্থিক অবস্থার উন্নতির জন্য ব্যাপক কাজ করছে। শুধুমাত্র খোয়াই জেলাতে প্রতি বছর নতুন করে ১৫০ জন লোককে মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 

ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ (কেবিআইসি) গত দুই বছরে খোয়াই জেলাতে প্রশিক্ষণ এবং বক্সসহ মধু সংগ্রহের সামগ্রী বিনা মূল্যে সরবরাহ করেছে। কেবিআইসি প্রতি বছর ২৫০টি নতুন বক্স সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করছে। এই খালি বক্সগুলোতে মৌমাছির নতুন কলোনি দিতে হয় খোয়াই জেলার কল্যাণপুরের কমলনগরের বাসিন্দা নেপাল দেবনাথকে।  

কারণ তিনি গত ৩ বছর ধরে কেবিআইসির মৌমাছি পালন বিভাগের খোয়াই জেলার মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নতুন সুবিধাভোগীদের মধ্যে মৌমাছিসহ বাক্স সরবরাহ করার পাশাপাশি মৌমাছি পালন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তিনি নিজে তাদের বাড়িতে গিয়ে সমস্যা সমাধান করে আসেন। তার নিজ বাড়িতেই ২২টি মৌমাছির বক্স রয়েছে। 

অন্যদের মৌমাছি পালন এবং মধু সংগ্রহের বিষয়ে কাজ করলেও তার বাড়ির এই বক্সগুলো থেকে খুব কম মধু সংগ্রহ করেন নেপাল। নতুন নতুন কলোনি তৈরির জন্য তিনি এই বক্সের মৌমাছিগুলোকে ব্যবহার করেন। তার মতে, মৌমাছি পালনের জন্য বেশি অর্থের প্রয়োজন হয় না। নিয়মিত ভাবে পরিচর্যা করলে পর্যাপ্ত পরিমাণ মধু আহরণ করা সম্ভব এবং মৌমাছির নতুন কলোনিও তৈরি করা যায়।  

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: