শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কে আমিরাতের এক গুপ্তচর গ্রেফতার

 প্রকাশিত: ২৩:৫৬, ১৯ অক্টোবর ২০২০

তুরস্কে আমিরাতের এক গুপ্তচর গ্রেফতার

সংযুক্ত আরব আমিরাতের হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। সন্দেহভাজন ওই গুপ্তচর এতোদিন ধরে তুরস্কে বসবাস করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন। এছাড়া আমিরাতি গোয়েন্দা সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি পাওয়া গেছে।

বেসরকারি এক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আহমেদ আল-আসতাল। পেশায় একজন সাংবাদিক ওই ব্যক্তি ফিলিস্তিনের গাজার বাসিন্দা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলূ এজেন্সির হয়েও ইস্তানবুলে কাজ করেছেন তিনি। ওই সংস্থার সঙ্গে কাজে যোগ দেয়ার আগে আমিরাতে ছিলেন আল-আসতাল।

ওই সূত্র আরও জানায়, সাবেক ফাতাহ সদস্য মোহাম্মদ দাহলানের সঙ্গে আল-আসতার যোগাযোগ রয়েছে।

গত বছরের ডিসেম্বরে দাহলানকে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে তুরস্ক। গুলেন আন্দোলন ও ২০১৬ সালের ১৫ জুলাইর ক্যু চেষ্টায় তার ভূমিকার জন্য তাকে সন্ত্রাসীদের তালিকায় রাখা হয়েছে।

সূত্র- মিডল ইস্ট মনিটর

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: