বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

 প্রকাশিত: ১৫:২৩, ৩০ জুন ২০২০

তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

পানি বেড়ে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে পূর্বের চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে চলাচল করছে ফেরি। এতে পদ্মা পারাপারে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। পাঁচ-ছয়দিন ধরেও পারের অপেক্ষায় ঘাটে আটকে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই পদ্মায় পানি বাড়ছে। ফলে স্রোতও তীব্র আকার ধারণ করায় নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নৌরুটে রোরোসহ নয়টি ফেরি চলাচল করছে। স্রোত বেড়ে যাওয়ার পর নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে।
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: