বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৪ দিনের শাটডাউনের খবরে ঢাকা ছেড়ে গ্রামের দিকে ছুটছে মানুষ

 প্রকাশিত: ১৮:০৪, ২৫ জুন ২০২১

১৪ দিনের শাটডাউনের খবরে ঢাকা ছেড়ে গ্রামের দিকে ছুটছে মানুষ

করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। এ খবরে শুক্রবার থেকে বিকল্প উপায়ে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের দিকে ছুটছে মানুষ।

রাজধানীর প্রবেশমুখ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা- মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোডে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য মানুষ। সুযোগ পেলেই বাড়তি টাকায় গন্তব্যে যাচ্ছেন তারা। 

ঢাকা ছাড়া উদ্দেশ্যে শুক্রবার সকাল থেকে ওইসব স্থানে মানুষের ঢল নামে। বাস বন্ধ থাকায় কয়েক ধাপে কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ। 

এদিকে জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। তবুও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের ঢল।

উল্লেখ্য, সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তা বাস্তবায়নের ব্যাপারে যেকোনো বড় সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত করেছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: