শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

তালেবানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে প্রতিনিধি চেয়েছে আফগানিস্তান

 প্রকাশিত: ১৯:৫০, ৩০ আগস্ট ২০২০

তালেবানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে প্রতিনিধি চেয়েছে আফগানিস্তান

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে বৈঠক নিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধি চেয়েছে আফগানিস্তান। এ বিষয়ে মতামত ও সমর্থন পেতে বাংলাদেশসহ বন্ধু দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে দেশটির সরকার।

ঢাকায় আফগানিস্তানের দূতাবাস সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। দূতাবাস আরো জানায়, বন্ধুদেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে ‘লয়া জিরগা’ বা ‘গ্রান্ড অ্যাসেম্বলি’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কাবুল। অনুষ্ঠানের তারিখ বন্ধু দেশগুলোকে জানিয়ে দেয়া হবে। 

সর্বশেষ তালেবান অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে গত ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। সে সময় একটি রোডম্যাপ তৈরি করা হয়। রোডম্যাপে ৫ হাজার তালেবানকে মুক্তি দেয়ার শর্তে যুদ্ধবিরতি ও আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি হয় তালেবানরা। তখন আফগান সরকার ৫ হাজার জনকে মুক্তি দেয়ার বিষয়ে একমত না হলেও শান্তি প্রতিষ্ঠার জন্য শেষ পর্যন্ত ওই শর্তে সম্মত হয়।

এই শর্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে ৪ হাজার ৬০০ তালেবানকে মুক্তি দেয় আফগান সরকার।এরপর বাকি ৪শ’ তালেবানকে ছেড়ে দেয়ার দাবি জানায় তালেবান নেতারা। ওই ৪শ’ তালেবান বড় অপরাধী হিসেবে চিহ্নিত ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: