বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

তাপমাত্রা বেড়ে চলেছে বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাতে

 প্রকাশিত: ১৮:৫০, ২ জুলাই ২০২১

তাপমাত্রা বেড়ে চলেছে বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাতে

পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চল ক্রমেই উষ্ণ হচ্ছে ৷ এর প্রভাবে তাপমাত্রা বেড়ে চলেছে বরফের মহাদেশ হিসেবে খ্যাত অ্যান্টার্কটিকাতেও। মহাদেশটির প্রায় ৯৮ শতাংশ বরফেঢাকা থাকলেও চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সেখানে তাপমাত্রা পৌঁছেছিল ১৮ দশমিক ৩ সেলসিয়াস ৷ 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশটিতে তাপমাত্রা আগে কখনো এত বেশি হয়নি। ফলে এটিকে রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, এত বেশি তাপমাত্রার প্রভাবে অধিক মাত্রায় বরফ গলতে শুরু করলে তা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে পৃথিবীর জন্য।

গোটা বিশ্বের কাছেই বর্তমানে চিন্তার বিষয় ‘বৈশ্বিক উষ্ণতা’। কানাডায় এ বছরই রেকর্ড গরমে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ আরও বেশ কিছুদিন তাপপ্রবাহ চলবে কানাডার বেশ কিছু অঞ্চলে বলে পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণ মেরুর অবস্থাও যে একইরকম, তা হয়তো অনেকেই ভাবেননি ৷ সেখানে এই হারে উষ্ণতা বৃদ্ধি নানা দিক থেকে পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল ২০১৫ সালের ২৪ মার্চ ৷ সেবার তাপমাত্রা উঠেছিল ১৭.৫ ডিগ্রি ৷ এতদিন সেটাই ছিল সাম্প্রতিককালে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা ৷ এ বছর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল গরম ৷

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: