শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তাইওয়ানে মার্কিন হস্তক্ষেপ রোধ করবে চীন

 প্রকাশিত: ২৩:৪৭, ১৯ অক্টোবর ২০২০

তাইওয়ানে মার্কিন হস্তক্ষেপ রোধ করবে চীন

চীনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানের পাশে চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অত্যাধুনিক ডিএফ-১৭ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে খবর প্রকাশ করেছে হংকংয়ের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশের পর বিশ্লেষকরা জানান, পিএলএ’র এই ক্ষেপণাস্ত্র তাইওয়ানে মার্কিন হস্তক্ষেপ রোধ করতে পারবে।

বিশ্লেষকরা জানান, পিএলএ’র এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি আটকানো সম্ভব নয়। ফলে এটি তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে। এছাড়া তাইওয়ানকে নিয়ন্ত্রণ করতে ও সেখানে বৈদেশিক হস্তক্ষেপ দূরে রাখতে এই ক্ষেপণাস্ত্র ভূমিকা রাখবে বলেও জানান তারা।

অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তাইওয়ানের পাশের ওই অঞ্চল থেকে পুরনো ডিএফ-১১ ও ডিএফ-১৫ ক্ষেপণাস্ত্র সরিয়ে অত্যাধুনিক ডিএফ-১৭ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। অত্যন্ত নিখুঁতভাবে ও অনেক বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম নতুন এই ক্ষেপণাস্ত্রটি। এটি ২৫০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলেও জানানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: