বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেক পরিচালক ২০ কোটি টাকার পূর্ণাঙ্গ ব্যখ্যা দিলেন

 প্রকাশিত: ১৫:১০, ১ জুলাই ২০২০

ঢামেক পরিচালক ২০ কোটি টাকার পূর্ণাঙ্গ ব্যখ্যা দিলেন

শুধু ডাক্তারদের খাওয়া বাবদ দুই মাসে মোট প্রায় ২০ কোটি টাকা খরচ হওয়ার খবরটিকে পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক।

তিনি ব্যখ্যা দিয়ে বলেন, শুধু ডাক্তারদের খাওয়া বাবদ নয় বরং সাড়ে তিন হাজার চিকিৎসা কর্মীর হোটেল ভাড়া পরিবহন ভাড়া ও খাওয়া খরচসহ দুই মাসে মোট প্রায় ২০ কোটি টাকার চাহিদা দেওয়া হয়েছে। সুতরাং শুধু ২০০ ডাক্তারের খাওয়া বাবদ ২০ কোটি টাকা বিলের যে খবর প্রচার হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা এসেছে বলে তথ্য পাওয়া যায়। এ নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে বিতর্ক থেকে শুরু করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা।

এরইমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ২০ কোটি টাকার পূর্ণাঙ্গ ব্যখ্যা দিলেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: