মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

 প্রকাশিত: ১১:৪৪, ২১ জুলাই ২০২১

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

 বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আযহা। এই ঈদে ঘরমুখো মানুষজন পরিবার-পরিজন নিয়ে ঈদ করার আনন্দটাই মাটি করে দিয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট ও বৃষ্টি।এতে চরম বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ।

অতিরিক্ত যানবাহনের চাপে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, ঈদের দিনেও যানজটে আটকে আছে শত শত যানবাহন। সকাল ৯টার পর থেকে এ মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
তবে এ মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের চেয়ে পশুবাহী ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে।

পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সিরাজগঞ্জের দিকে গাড়ি স্বাভাবিকভাবে টানতে না পারায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। এ কারণে যানজট দীর্ঘ হতে থাকে। সকাল ৯টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে পশুবাহী শতাধিক ট্রাক এখনো সেতু পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়ক ফাঁকা হয়ে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: