শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে জরাজীর্ণ ভবন থাকছে না

 প্রকাশিত: ০৭:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২০

ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে জরাজীর্ণ ভবন থাকছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মধ্যে কয়েকহাজার জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবন রয়েছেসারাদেশে সাড়ে ৬৫ হাজার । এগুলোর তালিকা করে তা সংস্কার করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই এ  সংস্কার কাজ শেষ করা হবে।

জানা গেছে, দেশে ৬৫ হাজার ৫৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন রয়েছে। এরমধ্যে ৩৬ হাজার ১৬৫টি পুরনো। এর মধ্যে অনেকগুলোই জরাজীর্ণ ভবন। ইত্তোমধ্যে এসব ভবনের তালিকাও করা হয়েছে।

 জরাজীর্ণ ও ভবন না থাকা স্কুলের সংখ্যা চিহ্নিত করা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত কাজের অংশ। এ লক্ষ্যে ‘প্রাথমিক শিক্ষা সম্পদ ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা’ (পিইপিএমআইএস) নামে একটি সফটওয়্যারও আছে। 

পিইপিএমআইএস নামের ওই সফটওয়্যারের মাধ্যমে সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরে সেই আলোকে সংস্কার বা নতুন ভবন তৈরির উদ্যোগ নেয়া হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিদায়ী মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবনের তালিকা তৈরি করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আর কোনো জরাজীর্ণ ভবন থাকবে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: