শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রাণীদের ওপর অস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী

 প্রকাশিত: ১৫:২৯, ২২ জুন ২০২০

প্রাণীদের ওপর অস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী

গোপনে প্রাণীদের ওপর নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছিল ইসরাইলি সেনাবাহিনী। কয়েকশ প্রাণীর ওপর তারা এ ধরনের পরীক্ষা চালিয়েছে।

গত তিন বছরে বিভিন্ন ধরনের প্রায় এক হাজার প্রাণীর ওপর ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন পরীক্ষা চালিয়েছে। তথ্যানুসারে, মানবদেহের হৃদপিণ্ড ও শ্বসনতন্ত্রের কাঠামোর মিলের কারণে শূকরকে চিকিৎসা পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ক্ষেত্রে প্রাণীদের ওপর বিস্ফোরণ ও অ্যারোসল বিস্ফোরণের পরীক্ষা চালিয়ে তাদের প্রতিক্রিয়া দেখেছে।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা শুধুমাত্র কিছু মেডিকেল পরীক্ষার জন্য প্রাণীদের ব্যবহার করে থাকে এবং একজন যোগ্যতা সম্পন্ন পশুচিকিৎসকের তত্বাবধানে এসব করা হয়ে থাকে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: