বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.) সংক্ষিপ্ত জীবনী

 প্রকাশিত: ০৯:৫১, ২৩ জুন ২০২১

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.) সংক্ষিপ্ত জীবনী

উম্মার ঐক্যের ফেরিওয়ালা!…

ড. খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.) 
জন্ম : ঝিনাইদহ জেলায় ১৯৫৮ সালে।
মৃত্যু : ১১ই মে ২০১৬।
পিতা : মরহুম খোন্দকার আনোয়ারুজ্জামান।
মাতা : বেগম লুৎফন্নাহার।
ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায় ফাজিল পর্যন্ত অধ্যয়নের পর ১৯৭৯ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে অষ্টম স্থান অধিকার করে হাদীস বিষয়ে কামিল পাশ করেন।
সৌদি আরবের রিয়াদস্থ ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬, ১৯৯২ ও ১৯৯৮ সালে যথাক্রমে স্নাতক, স্নাতকোত্তর ও পি-এইচ.ডি ডিগ্রি লাভভ করেন। 
দেশ ও বিদেশে  যে সকল প্রসিদ্ধ আলেমের কাছে তিনি পড়াশোনা  ও সাহচর্য গ্রহণ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন খতীব মাওলানা ওবাইদুল হক (রাহ.), মাওলানা মিয়া মোহাম্মাদ কাসিমী (রাহ.), মাওলানা আনোয়ারুল হক কাসিমী (রাহ.), মাওলানা আব্দুল বারী সিলেটী (রাহ.), মাওলানা ড. আইউব আলী ( রাহ.) মাওলানা আব্দুর রহীম (রাহ.), আল্লামা শাইখ আব্দুল্লাহ ইবন আব্দুল আযীয ইবন বায (রাহ.), আল্লামা আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান আল-জিবরীন (রাহ.), আল্লামা মুহাম্মাদ ইবন সালিহ ইবন মুহাম্মাদ আল-উসাইমীন ( রাহ.), শাইখ সালিহ ইবন আব্দুল আযীয আল শাইখ,  শাইখ সালিহ ইবন ফাওযান ইবন আব্দুল্লাহ আল ফাউযান।
কর্ম জীবনে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদীস বিভাগে শিক্ষকতা শুরু করেন ১৯৯৮ সালে। 
২০০৯ সাল থেকে ২০১৬ সালের ১১ই মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করার আগ পর্যন্ত তিনি উক্ত বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
দেশে ও বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ইংরেজী ও আরবি ভাষায় তার প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গবেষণামুলক গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক।
গবেষণা কর্মের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে লক্ষ্যে ১৯৯৮ খৃষ্টাব্দে তিনি ''আল ফারুক একাডেমী'' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও মুল্যবোধ প্রচার ও মানব সেবার উদ্দেশ্যে ২০১১ সালে ''আস সুন্নাহ ট্রাস্ট'' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ২০১২ সালে Education and Charity Foundation Jhenaidah নামে একটি শিক্ষা ও সমাজ সেবাসংস্থা প্রতিষ্ঠা করেছেন। এ সকল প্রতিষ্ঠান শিক্ষাপ্রচার, ধর্ম প্রচার, দুস্থ নারী ও শিশুদের সেবা ও পুনর্বাসনে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। 
হে আল্লাহ্ আপনি স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। """আমিন """

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: